বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৫০ পূর্বাহ্ন
কুড়িগ্রামের উলিপুরে সরকারি কলেজের ভারপ্রাপ্ত
আনোয়ার হোসেন,কুড়িগ্রাম প্রতিনিধি : তারিখ- ১৬.১২.১৯ইং
কুড়িগ্রামের উলিপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের মহান বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে ফুল দিয়ে পুস্পস্তবক অর্পণ করেন।সোমবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষ্যে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে জুতা পায়ে উঠে তিনি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষের এ ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে মারাতœক মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপর দুপুরে বিক্ষুব্ধ কয়েকজন এসে ঐ ভারপ্রাপ্ত অধ্যক্ষকে গণপিটুনি দিলে তিনি আহত হন এবং তাকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুভাষ চন্দ্র জানান,ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহেরের শরীরে আঘাতের চিহ্ন থাকায় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।স্থানীয় সুত্রে জানা গেছে,সোমবার সকালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের কলেজ চত্বরের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে ফুলের তোড়া নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে যান। এসময় শহীদ মিনারে জুতা পায়ে পুস্পস্তবক অর্পণ করেন এবং এনিয়ে তিনি ফটোশেসনও করেন। এটি ফেসবুকে ভাইরাল হয়। তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের ছবিটা তার নয় বলে প্রথমে অস্বীকার করলেও উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে জানান,বেখেয়ালবশত: এটি হয়েছে বলে জানান।তবে এ নিয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলেও তিনি জানান।এ ব্যাপারে সাবেক উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা জানান,জুতা পায়ে শহীদ মিনারে উঠে শহীদদের অপমান করেছেন তিনি।আমরা এর তীব্র নিন্দা জানাই।এ ব্যাপারে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের জানান,জুতা পায়ে শহীদ মিনারে বেদিতে ফুল দেয়ার ছবিটা আমার নজরে এসেছে।পরক্ষণেই আমি এ বিষয়টি স্থানীয় এমপি মহোদয়কে জানিয়েছি।এ বিষয়ে স্থানীয় এমপি অধ্যাপক এম এ মতিন জানান,এ ধরণের কাজ অত্যন্ত দুঃখজনক। এটি স্বাধীনতা বিরোধী মনোভাব নিয়েই কাজটি তিনি করেছেন।এ জন্য তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।