মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৭:৫০ পূর্বাহ্ন
যন্ত্রপাতি কেনার নামে ৯ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরীসহ ৩ ডাক্তার এবং ৪ ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৫ নভেম্বর) মোট ৭ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়। সূত্র: সময় টিভি
দুদকের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, ৯ কোটি ১৫ লাখ টাকা যন্ত্রপাতি কেনার নামে আত্মসাৎ করায় চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খানসহ মোট ৭ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।