শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৭:১৪ পূর্বাহ্ন
সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গণভবনে আজ (২০ অক্টোবর) বিকেলে বৈঠকে বসবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুবলীগের যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্যরা বৈঠকে উপস্থিত থাকবেন। ঢাকা নিউজ
তবে সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী থাকছেন না এই বৈঠকে। সম্প্রতি ক্যাসিনো কাণ্ড-সহ বিভিন্ন সমালোচনার মুখে প্রভাবশালী এই নেতা অনেকটা আড়ালে রয়েছেন। তাকে গণভবনে নিয়ে যেতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী।
যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গত বুধবার এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।