সোমবার, ০১ মার্চ ২০২১, ০১:৪৫ পূর্বাহ্ন
২০১৮ সালের ডিসেম্বরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার মতো বোলিং আক্রমণের বিপক্ষে টেস্ট অভিষেক। ক্যারিয়ারের প্রথম ইনিংসেই হাফসেঞ্চুরি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মায়াঙ্ক আগারওয়ালকে।
ধারাবাহিকতার এক প্রতিমূর্তি হয়ে গেছেন ভারতীয় টেস্ট দলে, সেটাও আবার ওপেনিংয়ের মতো মহাগুরুত্বপূর্ণ পজিশনে। বাংলাদেশের বিপক্ষে চলতি ইন্দোর টেস্টকে ধরলে এক বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮টি টেস্ট খেলেছেন ভারতের ডানহাতি এই ব্যাটসম্যান।
৮ টেস্টে ৩টি করে সেঞ্চুরি আর হাফসেঞ্চুরি। যে ৩ সেঞ্চুরি, তার মধ্যে ২টিকেই আগারওয়াল পরিণত করেছেন ডাবল সেঞ্চুরিতে। গত মাসেই বিশাখাপত্তমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন ২০২ রানের ক্যারিয়ারসেরা ইনিংস।
এবার বাংলাদেশের বিপক্ষে আরও একটি ডাবল সেঞ্চুরির দেখা পেলেন আগারওয়াল। টাইগার বোলিং আক্রমণ দুমড়ে মুচড়ে নিজের ক্যারিয়ারসেরা ইনিংসকে ছাড়িয়ে যাওয়ার পথেই রয়েছেন ডানহাতি এই ওপেনার।
ডাবল সেঞ্চুরিটাও তুলেছেন একেবারে রাজকীয় ভঙ্গিমায়। মেহেদী হাসান মিরাজকে বড়সড় এক ছক্কা হাঁকিয়ে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আগারওয়াল অপরাজিত আছেন ২০৩ রানে।
বাংলাদেশের প্রথম ইনিংসে ১৫০ রানের জবাবে ভারতের এখন পর্যন্ত সংগ্রহ ৪ উইকেটে ৩৬৮ রান। লিড দাঁড়িয়েছে ২১৮ রানের।