মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৭:০৭ অপরাহ্ন
ভয়াবহ হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। দেশে গত ২৪ ঘণ্টায় ৭৯০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এই নিয়ে বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭১৯ জন বলে জানা গিয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জন। গত ২৪ ঘন্টায় এমনটাই তথ্য দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত এই নিয়ে দেশে মোট মারা গেছেন ১৮৬ জন। যেভাবে বাংলাদেশে সংক্রমণ বাড়ছে তাতে চিন্তার ভাঁজ সে দেশের স্বাস্থ্য আধিকারিকদের।
বুধবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিং হয়। সেখানেই এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার দেশে ৭৮৬ জন করোনা রোগী শনাক্ত হয় ও ১ জনের মৃত্যু হয়।
পরিসংখ্যানে দেখা গিয়েছে, গত ৪ এপ্রিল সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মাত্র ৬১ জন। মাত্র এক মাসের ব্যবধানে ৪ মে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ হাজার ১৪৩ জনে।