সোমবার, ০১ মার্চ ২০২১, ১০:৩৯ পূর্বাহ্ন
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আত্রাই পুরাতন স্টেশনে শহীদ মুক্তিযোদ্ধার গনকবরে পুস্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করে।
শুক্রবার সকালে উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, এসিল্যান্ড মো. আরিফ মুর্শেদ মিশু, ওসি মো. মোসলেম উদ্দিনকে সঙ্গে নিয়ে আত্রাই পুরাতন স্টেশনে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধার গনকবরে পুস্পস্তবক অর্পণ করেন ইউএনও মো. ছানাউল ইসলাম।
এসময় শহীদ মুক্তিযোদ্ধার আতœার মাগফেরাত কামনা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও মো. ছানাউল ইসলাম ,এসিল্যান্ড মো. আরিফ মুর্শেদ মিশু, ওসি মো. মোসলেম উদ্দিন,যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুস ছালাম, মহিলা বিষয়ক অফিসার মো. মোয়াজ্জেম হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সাজেদুর রহমান দুদু, আখতারুজ্জামান,আত্রাই প্রেসক্লাব সভাপতি মো. রুহুল আমীন প্রমুখ ।