মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৪:৪৩ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (৬ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছে নাঈম শেখ ও আফিফ হোসেনের।
এই ম্যাচ দিয়ে অধিনায়কত্ব থেকে বিদায় নিচ্ছেন বাংলাদেশ দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার শেষ অধিনায়কত্বের দিনে দুই তরুন ক্রিকেটার আফিফ ও নাইমের হাতে বাংলাদেশের ১৩২ ও ১৩৩ তম ওয়ানডে ক্যাপ তুলে দেন মাশরাফি।
এখন পর্যন্ত বাংলাদেশের জার্সি গায়ে ৫টি টি-টোয়েন্টি খেলেছেন নাঈম শেখ। যেখানে ৩৭.২ গড়ে ১৮৬ রান করেন বাঁহাতি এই ওপেনার ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা ইনিংস ৮১ রান।
অন্যদিকে ১০ টি-টোয়েন্টি খেলেছেন আফিফ হোসেন ধ্রুব। যেখানে ১২.৫৬ গড়ে রান করেন ১১৩ রান। এছাড়া বল হাতে ৪ উইকেট নিয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার।