মুন্সী মেহেদী হাসান, সাভার :
শিল্পাঞ্চল আশুলিয়ায় সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় শ্রমিকলীগ ধামসোনা ইউনিয়ন সভাপতি মোঃ মোক্তার মুন্সীকে দলীয় পদ হতে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার(১০/১২/১৯)ইং সন্ধ্যায় জাতীয় শ্রমিকলীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির কার্যালয়ে আঞ্চলিক কমিটির সকল নেতৃবৃন্দের উপস্থিতি ও সর্বসম্মতিক্রমে এ বহিস্কারাদেশের সিদ্ধান্ত নেওয়া হয় ।
জানা গেছে, মঙ্গলবার সকালে দলীয় ক্ষমতার দাপটে বাংলাদেশ টেক্সটাইল এন্ড গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া আঞ্চলিক সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে মারধর করাসহ অসৌজন্য মুলক আচরণ করে, জাতীয় শ্রমিকলীগ ধামসোনা ইউনিয়ন সভাপতি মোক্তার হোসেন মুন্সী । এছাড়াও তার বিরুদ্ধে দলীয় পদ পদবীর অপব্যবহার ও সংগঠন বিরোধী আচরণের অভিযোগ পায় আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ।
এরই ধারাবাহিকতায় জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ আকবর হোসেন মৃধার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক লায়ন মোঃ ইমাম হোসেনের উপস্থাপনায় এক জরুরী সভার আয়োজন করা হয়। এসময় দলীয় ভাবমূর্তি রক্ষায় মোক্তার হোসে মুন্সীকে সাময়িক বহিস্কার করা হয়। এ ঘটনায় ৩ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তারা।
সেই সাথে জাতীয় শ্রমিকলীগের পক্ষ থেকে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসকে সফল করতে উপস্থিত নেতৃবৃন্দদের দিকনির্দেশনা প্রদান করেন সংগঠনের সভাপতি মোঃ আকবর হোসেন মৃধা।
এসময় জাতীয় শ্রমিকলীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন ও মোঃ জাহাঙ্গীর আলমসহ আঞ্চলিক ও ইউনিয়ন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।