মুন্সী মেহেদী হাসান, থানা প্রতিনিধি ঢাকা : সাভার ও আশুলিয়ার নব নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। ঘুষ ছাড়াই মাত্র ১০৩ টাকায় চাকুরী হওয়া ৩০৯ জন সদস্যকে এ সংর্বধণা প্রদান করা হয়। সাভার উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শুক্রবার সকাল ১১ টার সময় আশুলিয়ার বাইপাইল এলাহী কমিউনিটি সেন্টারে এ সংবর্ধণা অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস হাসিনা দৌলার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি,ঢাকা-১৯, বিশেষ অতিথি ছিলেন শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম,ঢাকা জেলা পুলিশ সুপার, মোঃ সাঈদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ঢাকা উত্তর, মঞ্জুরুল ইসলাম রাজিব চেয়ারম্যান, সাভার উপজেলা পরিষদ, মোঃ তাহমিদুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেল,এবং মোঃ ফারুক হাসান তুহিন ,সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় যুবলীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ডাঃ এনামুর রহমান বলেন, এক সময় ছিল টাকা ছাড়া এদেশে কোন পুলিশ সদস্যর চাকুরি হতো না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার দেশকে ক্ষুধা, দারিদ্র ও দূর্নীতি মুক্ত করার ঘোষণা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে যে কোন প্রকার ঘুষ দূর্নীতি ছাড়া। শুধু মাত্র ১০৩ টাকা খরচ করে পুলিশে চাকুরি হয় এটা যে কেউ ভাবতেই অবাক হয়ে যায়। আর তা সম্ভব করে দেখিয়ে দিয়েছেন শেখ হাসিনার সরকার। রাজনৈতিক দলের প্রভাব মুক্ত হয়ে ঢাকা জেলা পুলিশ যে সাহসি ভূ’মিকা পালন করেছে তাতে দেশ বাসী পুলিশের প্রতি মুগ্ধ। ঘুষ দূর্ণীতি মুক্ত নতুন প্রজন্ম গড়তে জননেত্রী শেখ হাসিনার সরকার অঙ্গীকারবদ্ধ।
ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন,ঘুষ, দূর্ণীতি, অনৈতিক কাজকে আমরা ঘৃণা করি। আমরা পাকিস্তানি পুলিশ নই, আমরা বাংলাদেশি পুলিশ। যারা বাংলাদেশকে উল্টো দিকে ঘুরাতে চেয়েছিল , তাদের হাতে নির্মম, নৃশংসভাবে খুন হন জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নকে বৃথা হতে দেব না। ঘুষ দূর্ণীতিমুক্ত, সুশৃঙ্খল পুলিশ বাহিনী গড়ে তোলাই হবে আমাদের অঙ্গিকার। যারা দূর্ণীতির সুযোগ থাকতেও দূর্ণীতি করে না, অনৈতিক কাজ করে না, তারাই প্রকৃত ইমানদার এবং খাটিঁ দেশপ্রেমিক। আপনারা নিজ যোগ্যতায় চাকুরী পেয়েছেন, কারো দয়া বা ঘুষের বিনিময়ে নয়। আপনারা এ মাটির সন্তান, আপনারা দেশপ্রেম বুকে নিয়ে সততা ও নিষ্ঠার সাথে দেশের আইন শৃংখলা রক্ষায় কাজ করবেন। আর তা হলেই বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা ও জাতির প্রতি সম্মান দেখানো হবে।
সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ শাহাবুদ্দিন মাদবর, চেয়ারম্যান আশুলিয়া ইউনিয়ন পরিষদ, মোঃ আজহারুল ইসলাম সুরুজ, চেয়ারম্যান ১নং শিমুলিয়া ইউনিয়ন পরিষদ। এছাড়াও শেখ রিজাউল হক দিপু,(ওসি) আশুলিয়া থানা, এ এফ এম সায়েদ(ওসি) সাভার মডেল থানা, দীপক চন্দ্র সাহা(ওসি) ধামরাই থানাসহ অন্যন্য পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং নব নিয়োগপ্রাপ্ত রিক্রুট কনস্টেবল সদস্য ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে বঙ্গবন্ধুর স্বরণে এবং রুহের মাগফেরাত কামনায় দোয়া এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।