শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১২:৫৪ অপরাহ্ন
সাভার প্রতিনিধি: আশুলিয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ নেতা রাজন ভূইয়াকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ ঘায়েল ও রাজনীতিক ফায়দা হাসিলের উদ্দেশ্য তার বিরুদ্ধে এহেন মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করছেন বলেও অভিযোগ করেন যুবলীগ নেতাকর্মীরা।
একাধিক নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, ইয়ারপুর ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছিল। গত ০৮-১০-১৯ রাতে অন্ধ কলোনি হামিম গ্রুপের ৩নং গেইট এলাকায় এলাকা বাসীর সাথে মাদক ব্যবসায়ী রবিউলের সাথে ঝামেলা হয় ও সংঘর্ষ বাধে। সেখানে যুবলীগ নেতা রাজন ভূঁইয়া উপস্থিত ছিলেন না, কিন্তু সম্পুর্ন উদ্দেশ্য প্রনোদিত ভাবে তাকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা রাজন ভূইয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের তীব্রনিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং মামলাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
মামলার বিষয়ে ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ নেতা রাজন ভূইয়া বলেন, একটি কুচক্রীমহল কুুুুস্বার্থ হাসিলের উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক আমাকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করিয়েছে। মাদক ব্যবসায়ীর সাথে কোনো সংঘর্ষ বা মারধরের ঘটনায় আমি জড়িত নই। ঘটনা স্থলেও আমি ছিলাম না কাউকে মারধরও করিনি। তবে বিভিন্ন সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাকে এই এলাকায় মাদক ব্যবসা করতে বাধা দেই তার ফলেই এই মামলাটি সম্পুর্ন সাজানো ভাবে প্রতিপক্ষ ঘায়েলের অস্ত্র হিসাবে আমাকে জড়ানো হয়েছে। এই মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মামলার ২নং আসামি রাসেল জানায়, আমি এই ঘটনার কিছুই জানিনা। কে বা কাহারা মাদক ব্যাবসায়ী রবিউলকে মারধর করেছে এমনকি আমি ঘটনা স্থলেও ছিলাম না তারপরও এই মামলায় আমাকে আসামি করা হয়েছে। তাই এই মিথ্যা মামলা দায়েরের বিরুদ্ধে তীব্রনিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।
উল্লেখ্য, (১৮ অক্টোবর) রবিউল ইসলাম বাদি হয়ে রাজন ভূইয়াকে ১নং আসামি করে ৫জনের নামসহ অজ্ঞাত ৪/৫জনকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে।