রবিবার, ০৭ মার্চ ২০২১, ১১:০৯ অপরাহ্ন
ম্যাচের ১৮তম মিনিটে এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। রবার্তো ফিরমিনোর পাস ধরে ডি-বক্সে ঢুকে চিপ শটের মাধ্যমে দলকে এগিয়ে দেন মিশরের ফরোয়ার্ড সালাহ।
২৬তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে সমতায় ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। মাঝমাঠ থেকে র্যাশফোর্ডের লম্বা করে বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসনকে পরাস্ত করেন ম্যাসন গ্রিনউড।
দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় স্বাগতিকরা। ৪৮তম মিনিটে রাশফোর্ডের গোলে ইউনাইটেড এগিয়ে গেলেও তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে লিভারপুলকে সমতায় ফেরান সালাহ।
ডনি ভ্যান ডি বিকের বদলি হিসেবে নেমে ম্যাচে ব্যবধান গড়ে দেন ব্রুনো ফার্নান্দেজ। ৭৮তম মিনিটে দারুণ এক ফ্রি কিক থেকে জয়সূচক গোলটি করেন তিনি।
শেষ ষোলোয় ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।