শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৩:২২ অপরাহ্ন
ইউরোপের নরওয়েতে প্রকাশ্যে কোরঅান পোড়ানোর সময় ঈমানী শক্তির বলে বলিয়ান মুসলিম এক যুবক হামলা করে কোরঅান পোড়ানো উগ্রবাদী খ্রিস্টান যুবকের উপর!
গতকাল ১৯শে নভেম্বর’১৯ রোজ মঙলবার বিকালে নরওয়ের ক্রিষ্টিয়ান্সাড শহরে উগ্র মৌলবাদী খ্রিস্টানরা মুসলিম বিরোধী বিক্ষোভ করে! এবং এক পর্যায়ে কোরঅান পোড়াতে গেলে এক মুসলিম যুবক হামলা করে কোরঅান পোড়ানো খ্রিস্টান যুবকের উপরে! নরওয়ের পুলিশ মুসলিম যুবককে গ্রেফতার করেছে! খ্রিস্টান যুবকের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার অাশ্বাস দিয়েছে! কোরঅান পোড়ানোর ঘটনায় নরওয়ের মুসলামনাদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে!
হে অাল্লাহ, তুমি মুসলিম এই যুবকটির মতো সব যুবককে ইসলামের দুশমনদের প্রতিহত করার শক্তি ও সাহস দাও, অামিন।