শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১১:১৬ পূর্বাহ্ন
উপকরণঃ টক দই ২ কাপ, চিনি ৪ টে চামচ, পানি ১/২ কাপ, এলাচ গুড়া ১/২ চা চামচ, বরফ টুকরো।
প্রণালীঃ গরমে এলাচ ফ্লেভার লাচ্ছি খুব সহজেই তৈরি হয়ে যাবে! তার জন্য যা করতে হবে, উপরের সব উপকরণ অর্থাৎ, টক দই, চিনি, পানি, এলাচ গুড়া ও বরফ টুকরো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ব্যস, তৈরি হয়ে গেল মজাদার এলাচ লাচ্ছি। এবার একটি গ্লাসে মিশ্রণটি ঢেলে পেস্তা বাদাম কুঁচি দিয়ে পরিবেশন করুন ইফতারের টেবিলে।