বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১, ১১:৪৩ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি \ আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” এ প্রতিপাদ্যে জামালপুরের ইসলামপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতিবিরোধী কমিটি’র উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মাবনবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা পরিষদ সামনে সড়কে অনুষ্ঠিত মানববন্ধন ও আলোচনা সভা কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি ও মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস, সাধারণ সম্পাদক আমিনুর রহমান লরেন্স,সহসভাপতি শাহজাহান সরকার, সদস্য সাংবাদিক ওসমান হারুনী, সদস্য মাহবুবুল আলম মামুন ও সদস্য রোকসানা আক্তার বিদ্যুৎ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
লিয়াকত হোসাইন লায়ন