jahir
- ৩ ডিসেম্বর, ২০১৯ / ২৪ জন দেখেছেন
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরের পলবান্ধা ইউনিয়নে কৃষকদের বিনামূল্যে দেওয়া সোলার সেচ পাম্পের উদ্বোধন করা হয়েছে।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ৮লাখ টাকা ব্যয়ে এই সোলার পাম্প স্থাপন করা হয়।
রবিবার সন্ধ্যায় বাহাদুরপুর পূর্বপাড়া হাবিবের বাড়ি সংলগ্ন এক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিক ভাবে সোলার পাম্পের উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এতে সভাপতিত্বে করেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাসের বাবুল,ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি,রোজিনা আক্তার চায়না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, পলবান্ধা ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন স্বাধীন,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাবান আলী মেম্বার বক্তব্য রাখেন।
লিয়াকত হোসাইন লায়ন