শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ১২:৫১ অপরাহ্ন
লিয়াকত হোসাইনলায়ন,জামালপুরপ্রতিনিধি ॥ জামালপুরেরইসলামপুরেআন্তঃজেলাপ্রতারক চক্রের দুইসদস্যকে গ্রেফতারকরেছে থানাপুলিশ। প্রতারনারশিকারহয়েউপজেলার শিংভাঙ্গা গ্রামেরছুরভানু বেগমবাদীহয়েঅভিযোগ দায়েরকরলে দ্রুততাদের গ্রেফতারকরাহয়।মামলাসুত্রে জানাগেছে,১০ সেপ্টেম্বর বাদীছুরভানুইসলামপুরশহর থেকেইজিবাইক যোগে শিংভাঙ্গা যাওয়ার পথে প্রতারক চক্রের সদস্যরাকাচারী মোড় থেকে ইজিবাইকেউঠেন। এসময়তারা ওই মহিলাকেকাগজে মোড়ানোতিনভরিওজনেরস্বর্নেরবার দিয়ে,লোভ দেখিয়েগলার চেইন ও কানের দুলখুলে নেয়। পরেছুরভানুওই বারজুয়েলারী দোকানেনিয়ে গেলেপ্রতারনারশিকারহয়েছেনবুঝতেপারেন।
ইসলামপুরসার্কেলেরসহকারীপুলিশসুপারসুমনমিয়াজানান,প্রতারণারশিকার ওই নারীরঅভিযোগের প্রেক্ষিতেজামালপুরপুলিশসুপার মোঃ দেলোয়ার হোসেনবিপিএম, পিপিএম (বার) এরদিকনির্দেশনায়একটিআভিযানিক দল দ্রুতপৌরএলাকারগাওকুড়াগ্রামের মো: লেবুমিয়া ছেলেসেলিমমিয়া (৩৫) কে গ্রেফতারকরাহয়। পরেতার দেওয়া তথ্য মতে বৃহস্পতিবার দুপুরেইসলামপুরবাজারেরমন দত্তের ছেলেরাজিবকে গ্রেফতারকরলেতারকাছ থেকে আধাভরি চোরাই সোনার চেইনউদ্ধারকরাহয়। তাদের বিরুদ্ধে একটিপ্রতারণামামলা দায়েরকরেআদালতে সোর্পদ করলেআদালততাদের কারাগারে প্রেরণকরে।
্তিনিআরোজানান, সেলিমবিভিন্নজায়গায়অটোরিকসায়চলাচলাকারীমহিলাযাত্রীদের নকল সোনারভার দেখাতো। কথারএক সময় এই মানুষগুলোমজেউঠলে দ্রুতকানের দুলগলার চেইনও নগদ অর্থ কৌশলেনিয়েআসতো। প্রতারণা ও চুরিরমালরাখতো স্বর্ন ব্যবসায়ীরাজিব দত্তরকাছে। তবে গ্রেফতারকৃতরাজানিয়েছেতাদের সাথে আরোসদস্য আছে। তাদের ধরতেঅভিযানঅব্যহতরয়েছে।