শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৩১ পূর্বাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুরে মাহিন্দ্র ট্রাক্টরের চাপায় হৃদয় মিয়া(৬) নামে এক শিশু’র মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার পলবান্ধা ইউনিয়নের মধ্যে বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হৃদয় বাহাদুরপুর গ্রামের কৃষক খোরশেদ আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে , মাহিন্দ্র ট্রাক্টর দিয়ে উপজেলার পলবান্ধা ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে কলম উদ্দিন বাহাদুরপুর গ্রামের খোরশেদ মিয়া বসতবাড়ি ভরাট করছির। এ সময় ট্রাক থেকে মাটি আনরোড করার সময় শিশু হৃদয় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
পলবান্ধা ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন স্বাধীন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।