মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১০:৪২ পূর্বাহ্ন
জামালপুর প্রতিনিধি \ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জামালপুরের ইসলামপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে রবিবার বিকালে ইসলামপুর বাজারস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল্লাহ লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আওয়াল খান লোহানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম। অন্যানের মধ্যে পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুজন,সাংগঠনিক সম্পাদক মনির খান লোহানী,উপজেলা ছাত্রদলের সভাপতি নাজিম হোসেন নোমান,কলেজ ছাত্রদরের সভাপতি সোহানুর রহমান সোহান,পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুবেল মিয়া,হিন্দু বৌদ্ধ খৃষ্টান এক্যজোটের সভাপতি মহাদেব,শ্রমিকদল নেতা সিয়াম খান লোহানী,মিলন মিয়া প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা,সাংগঠনিক অবকাঠামো জোরদার করা সহ,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবী জানান।
এ সময় পৌর বিএনপির দপ্তর সম্পাদক মনিরুল করিম,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আওয়াল সরকার,আমিরুল ইসলাম,পৌর যুবদলের আতিকুর রহমান শাহিন,দেলুয়ার হোসেন দেলু সহ বিএনপি,যুবদল,ছাত্রদল,শ্রমিকদল সহ বিভিন্ন অ্ঙ্গং ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।