শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১২:২৬ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥ স্বধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ ইসলামপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বর্ণিল সাজে উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। সম্মেলন উদ্বোধন করেন-জামালপুর জেলা শাখার যুব মহিলালীগের আহবায়ক ফারজানা ইয়াসমিন লিটা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুব মহিলীগের সাংগঠনিক সম্পাদক জেসমিন শামিমা নিঝুম। উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক আঞ্জুমান আরার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামান আবদুন নাছের বাবুল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আঃ সালাম,পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নুর প্রমূখ।
এছাড়াও কেন্দ্রীয় যুব মহিলালীগ সদস্য শারমিন আক্তার ময়না,ঢাকা মহানগর দক্ষিন যুব মহিলালীগের দপ্তর সম্পাদক ডলি মোশারফ,জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক নাজনিন আক্তার রুমি ও ফারহানা সোমা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে প্রথম অধিবেশনের সমাপ্ত ঘোষনা করে দ্বিতীয় অধিবেশনে প্রস্তাব সমর্থনের মধ্যে একাধিক প্রার্থী হয়। এতে আবিদা সুলতানা যূথীকে সভাপতি ও নাজনীন আক্তার পলিকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।