লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল। বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন,উপজেলা আ’লীগের সহ সভাপতি জামান আবু নাছের চৌধুরী চার্লেস, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার মানিকুল ইসলাম,উপজেলা প্রকৌশলী আমিনুর হক প্রমূখ। সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আলবদর, আলশামস সম্মিলিতভাবে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। মুক্তিযুদ্ধের শেষলগ্নে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মধ্য দিয়ে পুরো জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল হানাদার বাহিনী। ঘাতকদের হাতে শহীদ দেশের সেইসব সূর্য সন্তানদের স্মরণে ১৪ ডিসেম্বর পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দু’দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের।
সন্ধ্যায় উপজেলা আ’লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন, দোয়া ও আলোচনা সভা পালন করেন যুবলীগ,সেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা।