বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৯:১০ পূর্বাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি \ জামালপুরের ইসলামপুরে সেক্টর কমান্ডার খালেদ মোশারফের ৪৪তম ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশারফের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা, মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার পৌর এলাকার শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ বীর উত্তম গার্লস হাই স্কুল এন্ড কলেজ হলরুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাভেদ মোশারফ রূপকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।
অন্যানের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আকন,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,প্রাক্তন শিক্ষক শাহ আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম,মৌলানা আঃ কাসেম বক্তব্য রাখেন। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।