বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০২:১৭ অপরাহ্ন
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের উলিপুরে এবটি অসহায় পরিবারের ২ একর ৮ শতক জমি অবৈধ ভাবে দখলে নিয়েছে প্রভাবশালী পরিবার। এনিয়ে ওই অসহায় পরিবারের ৫ সদস্য বাদী হয়ে আদালতে অন্য মোকদ্দমা দায়ের করেছে। এ ঘটনায় ওই পরিবারটির ৫ সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম রজরা গ্রামে।
্এলাকাবাসী ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানাগেছে, উক্ত গ্রামের মৃত আব্দুল গফুর ওরফে ঘুটলু শেখের স্ত্রী মৃত খমিরন বিবির ওয়ারিশ মঞ্জীল হোসেন, লালবাবু, চাঁদ মিয়াগং ওয়ারিশ সূত্রে বিভিন্ন দাগে ২ একর ৬৮ শতক জমির মালিক হন। এর মধ্যে খমিরন বিবি বেঁচে থাকা কালিীন ৫২ শতক জমি বিক্রি করে যান। অবশিষ্ট ২ একর ১৬ শতকের মধ্যে ৬০ শতক বাড়ী ভিটে সংলগ্ন বাগান বাড়ী ওই পরিবারটি দীর্ঘ দিন ধরে ভোগ দখল করে আসছেন। বাকী ১ একর ৫৬ শতক জমি মামলার বিবাদী একই গ্রামের মৃত শহর উল্যা ব্যপারীর পুত্র শহীদুর রহমান গং প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে জবর দখলে নিয়েছেন বলে বাদী মঞ্জিল হোসেন দাবী করেন। এ দখল ঘটনায় অসহায় পরিবারটি এলাকার সমাজ পতিদের দ্বারে দ্বারে ঘুরে একাধীকবার শালিস বৈঠক করেও কোন সুরাহা পাননি। অবশেষে তারা নিরুপায় হয়ে বিজ্ঞ উরিপুর সহকারী জজ আদালত, কুড়িগ্রামে একটি অন্য মোকদ্দমা দায়ের করেন। যার নং ১৬৭/২০১৯ইং। এদিকে মামলাটি দায়ের হলে বিবাদিগণ কারণ দর্শানো নোটিশ পান। এতেই তারা ক্ষুব্ধ হয়ে অসহায় পরিবারটির উপর উলিপুর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি-ধমকি দিয়ে আসছে। এমনকি তারা ওই পরিবারটির বাড়ী ভিটার ৬০ শতক জমি জবর দখলে নেয়ার পায়তারা করে আসছে বলে তিনি জানান। ফলে, পরিবারটির মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে অসহায় ওই পরিবারটি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##