মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৪:৫২ পূর্বাহ্ন
উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা ঃ
কুড়িগ্রামের উলিপুরে কমিউনিস্ট পার্টির পদযাত্রায় বানিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবী। শনিবার (২৩ নভেম্বর) বিকালে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে উপজেলা কমিটির উদ্দোগে পদযাত্রা পৌরশহরে পেট্রল পাম্প থেকে শুরু হয়ে বজরা বাজারে গিয়ে শেষ হয়। এ সময় পৌরশহরের চৌরাস্তা মোড়ে ও বজরা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা কমিটির সাধারন সম্পাদক এ্যাডভোকেট প্রদীপ রায়, জেলা কমিটির সদস্য কমরেড দেলোয়ার হোসেন, ক্ষেতমজুর সমিতির উপজেলা কমিটির সাধারন সম্পাদক বাপ্পা সিংহ, শ্রমিক নেতা সোলায়মান আলী, ফয়জুদ্দিন প্রমুখ।
পথসভায় বক্তারা, পেঁয়াজ, লবন, চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও নৈরাজ্য ঠেকাতে অবিলম্বে বানিজ্যমন্ত্রীর পদত্যাগসহ ঘুষ, দুর্নীতি, লুটপাট বন্ধ, দুঃশাসন হঠানো, ব্যবস্থা বদল ও বিকল্প শক্তি গড়ে তোলার দাবী করেন। পদযাত্রায় তারা স্লোগান দেন, পেঁয়াজের দাম বাড়ে, বানিজ্যমন্ত্রী কি করে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, রুখে দাঁড়াও দেশবাসী।