বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ১২:৩৯ পূর্বাহ্ন
উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা ঃ
কুড়িগ্রামের উলিপুরে মাদকসহ এক আওয়ামীলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটকের ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২০ সেপ্টম্বর) রাতে একাত্তুর গণকবরের স্মৃতিস্তম্ভবের সামন থেকে।
জানা গেছে, পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় শুক্রবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন পৌর শহরের পূর্ব বাজারাস্থ একাত্তুর গণকবরের স্মৃতিস্তম্ভবে মাদক-কেনা বেচা হচ্ছে। এ সময় সেখানে অভিযান চালিয়ে পুলিশ একাধিক মাদক মামলার আসামী উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক এনামুল হককে (৪৫) গাঁজাসহ আটক করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। আটক এনামুল হক পূর্ব বাজার এলাকার বণিক উল্যার পুত্র।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, মাদক মামলায় আটক এনামুল হককে শনিবার (২১ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।