শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১২:৫৮ পূর্বাহ্ন
মোঃ নাসির উদ্দিন, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ভূঞাপুরে শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষায় পাশ এনে দেয়ার নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি এইচ এস সি পরীক্ষার ফল প্রকাশের পর টাকা দেয়ার অভিযোগ করেন ছাত্র-ছাত্রীরা।
জানা যায়, ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার সময় হলে কর্মরত ছিলেন লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অনার্স অথনীতির বিভাগের শিক্ষক শামীম কবির। ওই সময় ইব্রাহীম খাঁ সরকারি কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেমন হয়েছে জানার অজুহাতে টাকার বিনিময়ে পাশ এনে দিবে বলে জানান। পরবর্তীতে বেশ কিছু ছাত্র-ছাত্রী তার কথামতে প্রতি বিষয়ে ৪ হাজার টাকা দেন। কিন্তু ফল প্রকাশে তাদের ফলাফল প্রত্যাশিত না হওয়ায় টাকা ফেরৎ চান তারা। টাকা ফেরৎ দিতে টানবাহানা করলে গত ১৪ সেপ্টেম্বর লোকমান ফকির মহিলা কলেজ অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেন ৯ ছাত্র । অভিযোগে জানায়, গত ২০১৯ সালে এইচ এস সি পরীক্ষার ভূঞাপুর সরকারি ইবরাহীম খাঁ কলেজ কেন্দ্রে অপেক্ষাকৃত দুর্বল ছাত্র-ছাত্রীদের খুঁজে বের করে কোন বিষয়ে খারাপ হয়েছে তা জানতে চান। তাদেরকে বোর্ড থেকে পাশ এনে দেয়ার নাম করে বিষয় প্রতি ৪ হাজার টাকা করে নেয়। কিন্তু ফল প্রকাশের পর কাঙ্খিত ফল না আসায় টাকা ফেরৎ চান তারা।
শিক্ষক শামীম কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওদের কাছ থেকে কিছু টাকা নিয়ে যাকে দিয়ে ছিলাম সে কাজ করে নাই টাকাও ফেরৎ দেয় নাই। আগামী মাসেই ওদের টাকা দিয়ে দিবো। তিনি আরো জানান, কলেজ কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে কিন্তু এমপিও দেয়ার কথা সরকারের। এমপিও না হওয়ার কারণে আমরা বেতন পাই না। কাজেই আমরা বউ বাচ্চা নিয়ে চলি কেমনে ?
লোকমান ফকির মহিলা কলেজের অধ্যক্ষ হাসান আলী বলেন, অভিযোগপত্র পেয়েছি কলেজ গর্ভনিং বডির মিটিংয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।