শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৮:০৮ অপরাহ্ন
ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)-
চট্টগ্রামের ফটিকড়ি উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন আজিমপুর স্টার ক্লাবের
উদ্যোগে এতিম ও দুঃস্থ শিশুদের কম্বল উপহার দেয়া হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) উপজেলার
সুন্দরপুর হরিণাদিঘী মাদ্রাসা, বায়তুস শরফ মাদ্রাসা, নয়াহাট মাদ্রাসা, এয়াছিননগর মাদ্রাসা,
হাফেজ দৌলত খাঁন মাদ্রাসা, কান্দীরপাড়া মাদ্রাসা সহ বিভিন্ন এতিমখানার প্রায় ৪০জন শিশুর
হাতে এসব কম্বল তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলন ক্লাবের সভাপতি ও আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য নুরুল
আমিন সোহেল, সহ-সভাপতি গাজী ইমরান, সাধারণ সম্পাদক জাহেদ হাসান, কোষাধ্যক্ষ আবু
নাঈম, সিনিয়র সদস্য আবু মহসিন, ইঞ্জিনিয়ার ওসমান, সহ শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
গিয়াস উদ্দিন প্রমুখ।
এদিকে এ কম্বল বিতরণ কার্যক্রমে যাঁরা বিভিন্ন ভাবে সহযোগীতা করেছেন তাঁদের প্রতি
কৃতজ্ঞতা জানিয়েছেন ক্লাবের সভাপতি ও আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য নুরুল
আমিন সোহেল। ভবিষ্যতেও স্টার ক্লাবের পক্ষ থেকে সব ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও
আশা প্রকাশ করেন তিনি।