সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তি
এমটিবি এবং এইস অটোজ (প্রাঃ) লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং এইস অটোজ (প্রাঃ) লিমিটেড (বাংলাদেশে হাভালের অথোরাইজ্ড ডিলার)-এর মধ্যে স¤প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান, ঢাকায় এক কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায়, এমটিবি-এর সকল গ্রাহকবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ বিশেষ সুবিধাসমূহ সহ হ্রাসকৃত মূল্যে এইস অটোজ (প্রাঃ) লিমিটেড-এ সেবা গ্রহণ করতে পারবেন।
এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক এবং এইস অটোজ (প্রাঃ) লিমিটেড-এর প্রধান নির্বাহী, আজহারুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও এই অনুষ্ঠানে এমটিবি’র ইরফান ইসলাম, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট ও প্রিভিলেজ ব্যাংকিং, কামরুল হাসান খান, হেড অব হোলসেল ব্যাংকিং ডিভিশন, মোহাম্মদ আনোয়ার হোসেন, হেড অব কার্ডস, তৌফিকুল আলম চৌধুরী, হেড অব রিটেইল বিজনেস ও আজম খান, গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার সহ উভয় সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Azam Khan
Group Chief Communications Officer
Note to Editors:
“Mutual Trust Bank Ltd. (MTB) is a third generation private commercial bank, based in Dhaka, Bangladesh and has been adjudged as the Best Financial Institution of 2014 at the DHL-Daily Star Business Awards 2015. Earlier, MTB had also received the first-ever best “SME Bank of the Year” and best “Women Entrepreneurs’ Friendly Bank of the Year” by Bangladesh Bank and SME Foundation. MTB aspires to be one of the most admired banks in the nation and recognized as an innovative and client-focused company. With our current network of 114 branches, 120 Agent Banking Centers, 14 kiosks, 283 modern ATMs with 2 CRM Booths, 3 Air Lounges, over 3,305 Point of Sales (POS) machines, located in prime commercial, urban and rural areas, MTB offers fully integrated real time Online Banking Services, Internet and SMS Banking to its clientele, through a dedicated Team of experienced Relationship Managers and Alternate Delivery Channels (ADC).”