বুধবার, ০৩ মার্চ ২০২১, ০২:৪৩ অপরাহ্ন
দিল্লিতে ইতিহাস গড়া জয় নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। স্বাগতিক ভারতের বিরুদ্ধে আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। রাজকোটের সৌরাষ্ট্র একাডেমি মাঠে সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হয়েছে বাংলাদশ-ভারত।
ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার লিটন দাস ও নাঈম শেখ। পাওয়ার প্লের ৬ ওভারে অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটি গড়েন এ দুজন। পরে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন লিটন দাস। যওয়ার আগে ৬০ রানের জুটি গড়ার পথে ২১ বলে ২৯ রান করেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৭০ রান তুলেছে টাইগাররা। নাঈম ২৯ বলে ৩৬ এবং সৌম্য ৫ বলে ৪ রানে ক্রিজে আছেন।
এর আগে দুদুবার আউট হচ্ছিলেন লিটন। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে আউট হয়ে যাচ্ছিলেন লিটন দাস। কিন্তু ভারতের উইকেটরক্ষক ঋষভ প্যান্ট তাকে জীবন উপহার দিয়েছেন। নিশ্চিত স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলতে গিয়ে স্ট্যাম্পের সামনে থেকেই বল কুড়িয়ে নেন ঋষভ। ফলে আউট হওয়া বলটা নো বল হয়। বাতিল হয় লিটনের আউট। পরের ওভারে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়ছিলেন। কিন্তু তার ক্যাচ ফেলে দেন রোহিত শর্মা।
লিটনের স্ট্যাম্পিং করতে যেয়ে এভাবেই স্ট্যামেস্পর সামনে থেকে বল নিয়েছিলেন প্যান্ট। ফলে আউট বাতিল হয়ে নো বল হয় সেটা। ছবি – টুইটার।
ম্যাচের আগে ভাগ্য নির্ধারনী পরীক্ষা টস জিতেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। নিজের শততম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন হিটম্যান খ্যাত রোহিত। সিরিজের দ্বিতীয় ম্যাচে আগের একাদশই নামিয়েছে ভারত। রোহিতের মতো বাংলাদেশ দলেও কোনো পরিবর্তন আনেননি মাহমুদ উল্লাহ।
বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম. মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন।
ভারত একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, ঋষভ প্যান্ট, শিভম ডুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল ও খলিল আহমেদ।
ম্যাচটি সরাসরি দেখুন এখানে ….