৯:৫৫ পূর্বাহ্ণ, সেপ্টে ২৪, ২০১৮ |জহির হাওলাদার
84 Viewsবেলাল আজাদ, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং
ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামে এক অসহায় বিধবা ও বৃদ্ধার চাষ করা ২০ শতক জমির কাচাঁ
ধান কেটে সাবাড় করেছে বৃদ্ধার অবাধ্য সন্তান।
এলাকার মৃত আশরাফ
আলীর বিধবা স্ত্রী বয়োঃবৃদ্ধা ছবুরা খাতুনের (৬৫) চাষ করা
২০ শতক জমির
কাচাঁ ধান পূর্ব শক্রুতার জের ধরে
২৩ সেপ্টেম্বর দুপুর ১২টায়
কেটে সাবাড়
করেছে তারই অবাধ্য সন্তান আবুল
কালাম (৩৮),
তার সহযোগী আনু মিয়ার ছেলে মৌলবী জাফর আলম (৪৫) ও ঠান্ডা
মিয়ার ছেলে শাহ আলম (৩৫)। ক্ষতিগ্রস্থ বৃদ্ধা ছবুরা খাতুন
জানান, নিজের
গর্ভজাত ছেলে দীর্ঘদিন ধরে নানা ভাবে অত্যাচার ও ক্ষয়ক্ষতি
করে আসছিল।
কাচাঁ ধান কর্তনে প্রায় ২
লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় চাষীরা
জানান। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
২:২২ অপরাহ্ণ, ফেব্রু ১৪, ২০১৯
১১৫/২৩, মতিঝিল, আরামবাগ, ঢাকা - ১০০০ | ই-মেইলঃ dsangbad24@gmail.com | যোগাযোগ- 01813822042 , 01923651422
Leave a Reply