বেলাল আজাদ, কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও আ’লীগ কে নিয়ে চরম আপত্তিকর ও অশ্লীল ফেসবুক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে রামু থানার ওসি (তদন্ত) এসএম মিজানুর রহমান বাদী হয়ে তথ্য ও প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলায় আবুল আলার ৩ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে আদালত। মামলাটির (জি.আর-৩৮৫/২০১৯, রামু থানার মামলা নং-০৯, তাং-০৭/১১/২০১৯ইং, ধারা-তথ্য ও প্রযুক্তি আইন ২০১৮ এর ২৯/৩০/৩৫ ধারা) তদন্তকারী কর্মকর্তা রামু থানার এস.আই (নিরস্ত্র) মামুন ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। আজ বুধবার (২০ নভেম্বর) মামলাটির তদন্তকারী কর্মকতা ও গ্রেফতারকৃত আসামী আবুল আলা’র উপস্থিতিতে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম (রামু) আমলী আদালতে উভয়পক্ষের শুনানী শেষে আদালতের বিচারক জনাবা তামান্না ফারাহ ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আবুল আলা প্রকাশ সাইয়্যেদ আবুল আলা রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি গ্রামের মৌলবীপাড়ার এহেসান উল্লাহর ছেলে এবং কক্সবাজারের আলোচিত প্রতারক, জালিয়াত ও শিবিরের বিতর্কিত ক্যাড়ার এবং কক্সবাজার আদালত পাড়া ও আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিহ্নিত দালাল। তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও হত্যা প্রচেষ্টার অভিযোগে এক ডজনের মত মামলা বিচারাধীন আছে।