বেলাল আজাদ,
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার ২২ ফেব্রুয়ারী (শনিবার) ২ দিনের সফরে আসছেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি । তিনি শনিবার সকাল ১১ টায় চট্টগ্রাম থেকে সড়কপথে রওয়ানা দিয়ে বিকেলে কক্সবাজার পৌঁছাবেন। একই দিন বিকাল ৪ টায় কক্সবাজার হিলডাউন সার্কিট হাউসে জেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের এক সভায় ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সভা শেষে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি টেকনাফের সাবরাং ট্যুরিজম পার্কে অনুষ্ঠানরত ৫ দিন ব্যাপী ন্যাশনাল কমিউনিটি বেইজ স্কাউট ক্যাম্পের সমাপনী অধিবেশন ও মহাতাঁবু জলসায় প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন। পরদিন ২৩ ফেব্রুয়ারী (রোববার) সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলা আইনশৃংখলা কমিটির বিশেষ সভায় এবং সেদিন একই স্থানে বেলা ১২ টায় জেলা রাজস্ব সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে মন্ত্রীর একান্ত সচিব ড. মোঃ রাজ্জাকুল ইসলাম প্রেরিত সরকারি সফর সূচি সুত্রে জানা যায়। সুত্রমতে, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি ২৩ ফেব্রুয়ারী (রোববার) বিকেল পৌনে ৪ টায় বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন।