jahir
- ১ নভেম্বর, ২০১৯ / ৪২ জন দেখেছেন
কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলা আগামী ৮ ও ৯ নভেম্বর, শুক্রবার ও শনিবার কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিশ্বস্ত সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গত এপ্রিল মাসে পর পর দু’বার ডিসি সাহেবের বলীখেলা অনুষ্ঠানের দিনক্ষণ নির্ধারণ করা হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দু’বারই স্থগিত হয়ে যায়। আবার শুকনো মওসুম আসায় স্থগিত হওয়া বলীখেলার দিন পূণঃ নির্ধারণ করা হলো। সুত্র মতে, বলীখেলা আয়োজনের জন্য কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে আহবায়ক ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবিরকে সদস্য সচিব করে একটি আয়োজন কমিটি গঠন করা হয়েছে।