বেলাল আজাদ,
কক্সবাজার:
কক্সবাজার থেকে টেকনাফের এক চিহ্নিত ও তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
কক্সবাজার শহরের সমূদ্রের কাছাকাছি কবিতা চত্বর নামক এলাকা থেকে মো. আলম বাবুল (৪২) নামের ইয়াবা ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশের সাথে ঘটনাস্থল হতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার সদর থানা সূত্রে জানা গেছে , রোববার (২৩ ফেব্রুয়ারী) ভোরে গোলাগুলির খবর পেয়ে থানার পুলিশ শহরের কবিতা চত্বর এলাকায় গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয়পক্ষ পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ টেকনাফের চিহ্নিত ও তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী মোঃ আলম বাবুল (৪২)-এর লাশের সাথে একটি দেশীয় তৈরি অস্ত্র, ৩ রাউন্ড কার্তুজ ও ২শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে তার পরিচয় শনাক্তে, সে টেকনাফের চিহ্নিত ও তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী মোঃ আলম বাবুল ওরফে বাবুল মিয়া টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া এলাকার মিয়া আহমদের পুত্র বলে জানা যায়।
উদ্ধারকৃত ইয়াবা ব্যবসায়ীর লাশ, অস্ত্র ও ইয়াবা ট্যাবলেটের আলামত থেকে পুলিশের ধারণা, ঘটনাস্থলে মাদক ব্যবসায়ী দুই পক্ষের কোন্দলে গুলাগুলিতে মাদক ব্যবসায়ী মোঃ আলম বাবুলের মৃত্যু হয়।
জেলা পুলিশ সূত্র থেকে জানা গেছে , তার বিরুদ্ধে টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন থানায় অস্ত্র ও ইয়াবা কারবারের ৯টি মামলা আছে । তার অপর ৩ ভাইসহ বাবুল মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিল। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।