বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৯:২৮ অপরাহ্ন
তার সুঠাম দে’হ সবাইকে আকর্ষণ করে। তাকে নিয়ে যত আলোচনা-সমালোচনা। তার অ’ভিষেক সিনেমা মুক্তির আগে ২৩টি মুভিতে চুক্তিব’দ্ধ হয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন।
ফেসবুকে ভাইরাল পরীমনির গো’পন ছবি – StarShowbiz.com
বলছি হালের আলোচিত নায়িকা পরীমনির কথা। তাকে ঘিরে ভক্ত-অনুরাগীদের আগ্রহের কমতি নেই। পর্দায় তো বটেই, সোশ্যাল মিডিয়ায়ও যথেষ্ট সক্রিয় এই নায়িকা।
উষ্ণতা ছড়িয়ে মন কাড়লেন পরীমনি
নিয়মিতই নিজের আপডেট দিয়ে ভক্তদের খবরা-খবর জানান সোশ্যাল মিডিয়ায়। সেই স’ঙ্গে পোস্ট করেন বিভিন্ন আবেদনময়ী ছবিও।
সেই ধা’রাবাহিকতায় সম্প্রতি রগরগে ছবি পোস্ট করেন পরীমনি। যা রীতিমতো ঝড় তুলেছে। ওই ছবিতে আবেদনময়ী রূপে দেখা গেছে তাকে। ছবিটি প্রকাশের পরই তা ভাইরাল হয়ে যায়।
স্বল্প পোশাকে সমুদ্র সৈকতে উত্তাপ ছড়ালেন পরীমনি|131425|Desh Rupantor
বর্তমানে পরীমনির ভেরিফাইড ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা ৮৮ লাখের বেশি। সেই পেজ থেকে ছবিটি প্রকাশের পর এ পর্যন্ত লাখ খানেকেরও বেশি লাইক পড়েছে।
লাস্যময়ী ভ’ঙ্গিতে উষ্ণতা ছড়াচ্ছেন পরিমণি, ৪ নম্বর ছবিটি না দেখলেই মিস
অন্যদিকে, পরীর ফেসবুক আইডিতে ফলোয়ার সংখ্যা সাড়ে পাঁচ লাখের বেশি।
প্রিয় | ইন্টারনেট লাইফ
পরীমনি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় এরকম খোলামেলা ছবি পোস্ট করেন। যতই তার কমেন্টসে সবাই বাজে কথা লিখুক, তাতে পরীমনির কিছু যায় আসে না। কাজেই এর পরের ছবিতে নায়িকা নিজেকে কীভাবে মেলে ধরবেন, তার জন্য অ’পেক্ষায় পরীভক্তরা।
স্বল্পবসনায় বালিতে পরীর উষ্ণতা
চলচ্চিত্রে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমা’র মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয়েছিল পরীর।