বুধবার, ০৩ মার্চ ২০২১, ১১:০৭ পূর্বাহ্ন
মো: মাসুদ মিয়া,কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আনন্দ ঘন পরিবেশে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী আহাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওমর ফারুকের পরিচালনায় সম্মেলন উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,আওয়ামী লীগ নেতা অ্যাড. দেলোয়ার হোসেন পাটওয়ারী,অ্যাড. কামাল হোসেন পাটওয়ারী,ব্যারিষ্টার আতাউর রহমান মিজান,উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ডা: মাসুদুর রহমান প্রমুখ।
এসময় সম্মেলনে ৬নং ওয়ার্ডে সভাপতি পদে মো: ইকরামুল আবেদীন মুকুল ,সাধারন সম্পাদক পদে ইউপি সদস্য ইসমাঈল হোসেন চৌধুরী রতন ও সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল হালিম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।