সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৮:৩৮ পূর্বাহ্ন
মো:শহীদুল ইসলাম
করোনা ভাইরাস গেল ভাসি বিশ্ববাসী গলায় ফাঁসি।
কে দিবে খেসারৎ খাটিতেছে দিন রাত।
কাটা তারের ভেড়া চীনের প্রাচীর খাড়া।
করোনা ভাইরাস কখন যাবে ছেড়ে
বিশ্বের অথনীতি কখন যাবে বেড়ে।
কার ভাইরাস কার দেশে বিশ্বে অাজ লাশ বাসে।
কূল নাই কিনার নাই প্রাকৃতিক দুযোগের সীমা নেই।