সোমবার, ০৮ মার্চ ২০২১, ০১:০৪ অপরাহ্ন
লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর কমলনগর মাতাব্বর হাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজিত মুফতি আমির হামজার মাহফিল স্থগিত রাখা হয়েছে।
(১৪ জানুয়ারি) বৃস্পতিবার দুপুরে এই মাহফিল হওয়ার কথা ছিল। ওয়াজ নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। মঞ্চ ওপ্যান্ডেলসহ যাবতীয় প্রচার হলেও এই মাহফিল স্থগিত করা হয়।
মাহফিল আয়োজনের সংগঠনের সভাপতি ওমর ফারুক জানান, বর্তমান পরিস্থিতি এমন যে আমাকে মারতেছে আমি ব্যথা পাচ্ছি তবে কান্না করা যাবে না।
তিনি আরও জানান, মাতাব্বর হাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে আসার কথা ছিল হাফেজ মুফতি আমির হামজা।
এছাড়া প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি।