রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ১২:১৯ পূর্বাহ্ন
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ১৬১ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২ হাজার ১১২ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৯৬৯ জন।
ভারতে প্রথম করোনা শনাক্ত হয় ৩০ জানুয়ারি। শনাক্তের প্রথম দু’মাসে ভারতে করোনায় আক্রান্ত ছিল দেড়শ’রও কম। কিন্তু পরের দেড় মাসেই দ্রুত ছড়ায় ভাইরাসটি। মাত্র ৪১ দিনের ব্যবধানে দেশটিতে সংক্রমণ বেড়েছে প্রায় ৩৪ গুণ।
দেশটিতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর তালিকায় রয়েছে মুম্বাই, পুনে, গুজরাট, তামিলনাড়ু আর দিল্লি। পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে মধ্য প্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িষায়।
মে মাসের শুরু থেকেই সংক্রমণের হার বেড়েছে ভারতে। তবে লকডাউন কীভাবে পর্যায়ক্রমিকভাবে শিথিল করা যায় তা নিয়ে চিন্তাভাবনা শুরু করছে দেশটির সরকার। নির্দেশিকা জারি করে স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, জ্বর, সর্দিকাশির মতো মৃদু উপসর্গ থাকলে রোগীকে করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে না।