রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৬:৪৯ পূর্বাহ্ন
মোঃ নাসির উদ্দিন, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ প্রাণঘাতি করোনা ভাইরাসের মধ্যই ঘরের সিঁধ কেটে টাঙ্গাইলের ভূঞাপুরে ও কালিহাতীতে চুরি ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলিশা ও কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বল্লভবাড়ী, সরাতৈল এলাকায় ৩ টি বাড়িতে চুরি হয়।
এতে করে ৩ টি বাড়ি থেকে প্রায় দেড় লাখ টাকা ও আলমারিতে থাকা স্বর্ণের চেইন, কানের ধুল লুটপাট করেছে বলে দাবি করছে বাড়ির ক্ষতিগ্রস্থরা।
বল্লভবাড়ী গ্রামের রফিকুল প্রধান জানান- আমার বাড়িতে রাতের কোন একসময়ে সিঁধ কেটে ঘরের ভিতর ঢুকে নগদ টাকা, স্বর্ণ অলংকার চুরি করেছে। চোরদের ধরতে পারেনি। একইরাতে সারপলশিয়া গ্রামের আব্দুস ছবুরের বাড়ী চুরির ঘটনা ঘটে। স¤প্রতি কয়েকদিন আগে সিরাজকান্দী গ্রাম থেকে গরু চুরি হওয়ার অভিযোগও উঠেছে।
এ ঘটনায় কালিহাতী উপজেলার গোহালিবাড়ী ইউনিয়নের বল্লভবাড়ী ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই আকন্দ বলেন- করোনা ভাইরাসের মহামারীর সময়ে এমন ঘটনা দুঃখজনক। চুরির ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করা হবে এবং পুলিশের কাছে সোর্পদ করা হবে। এদিকে, চুরিরোধে এলাকাবাসীকে সজাগ থাকার আহŸানও জানায় এই জনপ্রতিনিধি।