Home / জাতীয় / ‘করোনায় আক্রান্ত গার্মেন্ট শ্রমিকের চিকিৎসা খরচ দেবে মালিক’

‘করোনায় আক্রান্ত গার্মেন্ট শ্রমিকের চিকিৎসা খরচ দেবে মালিক’

তৈরি পোশাকশিল্প খাতের কোনো শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হলে ওই কারখানার মালিক তার চিকিৎসার খরচ দেবে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বৃহস্পতিবার (৪ জুন) পোশাক শ্রমিকদের করোনা পরীক্ষায় ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।

জানান, শ্রমিকদের নিরাপদ রাখায় সর্বোচ্চ সতর্ক আছেন তারা। গতকাল পর্যন্ত এই ভাইরাসে ২৬৪ জন পোশাক শ্রমিক আক্রান্ত হয়েছেন।

বিজিএমইএ সভাপতি বলেন, ‘ঝুঁকি কমাতে যত বেশি সম্ভব শ্রমিককে পরীক্ষার আওতায় আনতে চাই আমরা।’

পোশাক কারখানার শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আধুনিক ‘স্টেট অব দ্যা আর্ট কোভিড-১৯ ল্যাব উদ্বোধন অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সঞ্চালনা করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডায়াবেটিক অ্যসোসিয়েশন অব বাংলাদেশের (বাডাস) সভাপতি প্রফেসর ডা. এ. কে. আজাদ খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ আরও অনেকে।

নিউজটি লাইক দিন ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

About jahir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

করোনাভাইরাসে ফেনী সিভিল সার্জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ফেনীর সিভিল সার্জন ডা. ...