মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৪:০৬ পূর্বাহ্ন
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধিঃ করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী দক্ষিনপাড়া ইউনিয়নের উজগ্রাম সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী (জনপ্রতি ১০কেজী চাল ও ২কেজী আলু) বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সাইফুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আল মামুন, প্যানেল চেয়ারম্যান আব্দুল আউয়াল, ইউপি সদস্য সেকেন্দার আলী, রায়হান কবির সাধন, আজহার আলী প্রাং, মহিদুল ইসলাম, ফারুক হোসেন, ইউপি সচিব তৌহিদুল ইসলাম’সহ এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ প্রমূখ।
উল্লেখ্য (দক্ষিনপাড়া ইউনিয়নে কর্মহীন মানুষের জন্য ২মেট্রিক টন চাল এবং জনপ্রতি ২কেজী করে আলু বরাদ্দ দেওয়া হয়েছে)। যা জনপ্রতি ১০কেজী করে চাল ও ২কেজী করে আলু পাবে মোট ২শত জন কর্মহীন মানুষ।