মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৩:৫০ পূর্বাহ্ন
এর আগে করোনা মোকাবিলায় সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দুই সপ্তাহের ছুটি ঘোষণা করে দেশটি।
মসজিদে নামাজ স্থগিত আদেশে বলা হয়, করোনা মোকাবিলায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শুক্রবার থেকেই মসজিদে জামাতবদ্ধ হয়ে জুম্মা নামাজ ও পাঞ্জেগানা নামাজ পড়া স্থগিত করা হলো। করোনাভাইরাস সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত দেশের সব নাগরিকদের আপাতত যার যার বাসায় নামাজ পড়তে বলা হয়েছে আদেশে।
করোনাভাইরাসের কারণে এরইমধ্যে সাতটি দেশের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। দেশগুলো হলো-মিশর, ফিলিপাইন, সিরিয়া, লেবানন, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ভারত।