বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০২:১৩ পূর্বাহ্ন
মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে কারওয়ান বাজারের প্রধান সড়কে এ ঘটনা ঘটে। তবে হলি আর্টিজান হামলা মামলার রায়ের আগে এমন ঘটনায় বিচলিত হওয়ার মতো কিছু নেই বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের সহকারী উপ-কমিশনার (এসি) মাহমুদ খান বলেন, রাত সোয়া ৮টার দিকে কারওয়ান বাজারে দুটি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে বোম্ব ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে কেউ ককটেল দুটি ফেলে রেখে গিয়েছিল। যা পরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।