শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৩৭ পূর্বাহ্ন
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাজীপুর জেলা ডেপুটি কমিশনার থান্ডার কামরুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এসময় চক্রবর্তী এলাকার প্রায় ২ কিলোমিটারের ৫ শতাধিক আবাসিক বাড়িঘরের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ কাজে সকাল থেকেই তিতাসের প্রায় ৮০ জন শ্রমিক অংশ নেয়। সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যাবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো: সায়েম জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানের নিয়মিত অংশ হিসেবে এ এলাকার সকল অবৈধ সংযোগ উচ্ছেদ করা হচ্ছে। অব্যাহত ভাবে এ অভিযান চলবে এবং ধারাবাহিকভাবে সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। গাজীপুর জেলা ডেপুটি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্ডার কামরুজ্জামান জানান, অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারী ও ঠিকাদারদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।ঝুকিপূর্ণ ও নিন্মমাণের সামগ্রী ব্যবহার করে এসমস্ত সংযোগ দেওয়া হয়েছে। যা জননিরাপত্তায় মারাত্বক হুমকি। ভবিষ্যতে এর পৃস্টপোষকদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন অভিযানে উপস্থিত ছিলেন, উপ-ব্যাবস্থাপক ও প্রকৌশলী মোঃ মহিউদ্দীন আহম্মেদ , উপ- ব্যাবস্থাপক মো: আমিনুল ইসলাম, সহ-ব্যাবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান, উপ – ব্যাবস্থাপক আব্দুল মান্নান এবং ঠিকাদার মোঃ মনির হোসেনসহ তিতাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।
অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষা ও যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন ছিলো ।