রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৭:০৫ পূর্বাহ্ন
সাইফুল্লাহ নাসির, দেশের সংবাদ, ৮ ফেব্রæয়ারী, জেলা প্রতিনিধি, বরগুনা।
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এসএসসি পরীক্ষার্থী মাকসুদাকে পিটিয়ে আহত করেছে ৪ সন্তানের জনক লম্পট নিজাম উদ্দিন প্যাদা। ঘটনাটি ঘটেছে বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় শুক্রবার সন্ধ্যায়। আহত মাকসুদাকে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ও স্কুল সূত্রে জানাগেছে, কড়াইবাড়িয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী দক্ষিন নলবুনিয়া গ্রামের মৃত্যু শামসু তালুকদারের কন্যা মাকসুদা চলমান এসএসসি পরীক্ষার্থী। প্রায় সময়ই একই এলাকার মৃত্যু মকবুল হোসেন প্যাদার পুত্র ৪ সন্তানের জনক লম্পট নিজাম উদ্দিন প্যাদা স্কুলে আসা যাওয়ার পথে মাকসুদা কুপ্রস্তাব দিয়ে আসছে। ঘটনার সময় সে গণিত পরীক্ষার প্রস্তুতি নিতে স্কুলের অন্যান্য পরীক্ষার্থীদের সাথে অংক করতে কবির হোসেন স্যারের কাছে স্কুলে যায়। সেখান থেকে ফেরার পথে শারিকখালী ইউপি অফিসের সামনে নলবুনিয়া নামক স্থানে তাকে একা পেয়ে আবারো কুপ্রস্তাব দেয়। এসময় মাকসুদা প্রতিবাদ করলে তাকে একটি দোকান থেকে দরজা আটকানো কাঠের লাট দিয়ে এলোপাথারী পিটিয়ে আহত করে। স্থাণীয়রা তাকে উদ্ধার করে বাড়ী পৌছে দেয়। আহতের পরিবার ঘটনাটি স্কুল কর্তৃপক্ষকে জানালে রাতেই তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালের বেডে শুয়ে ব্যথায় কাতরাচ্ছে। ঘটনার পরপরই লম্পট নিজাম প্যাদা গা-ডাকা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থাণীয় সিরাজ হাওলাদার জানান, এসএসসি পরীক্ষার্থী মাকসুদা প্রাইভেট পড়ে বাড়ী ফেরার পথে পথিমধ্যে নলবুনিয়ায় পৌছলে লম্পট নিজাম প্যাদা তার পথরোধ করে। নিজাম প্যাদার সাথে মাকসুদার কথা কাটাকাটির এক পর্যায়ে নিজাম প্যাদা একটি কাঠের লাট দিয়ে মাকসুদাকে এলোপাথারী পিটিয়ে আহত করে। কি নিয়ে কথা কাটাকাটি হয়েছে জানতে চাইলে সিরাজ হাওলাদার বলেন দূর থেকে আমি তা শুনতে পাইনি। আহত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে বাড়ী পৌছে দেই।
আহত মাকসুদার বোন খাদিজা বেগম মুঠোফোনে বলেন, নিজাম উদ্দিন প্যাদা এলাকার একজন চিহ্নিত চরিত্রহীন লোক। আমার বোন স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছে। আমার বোন তাতে রাজি না হওয়ায় তাকে পিটিয়েছে। তিনি আরো জানান, গত ৩/৪ বছর পূর্বে সে আরো একটি মেয়ের সাথে একই আচরন করায় তার বিরুদ্ধে মামলা হয়। সে মামলায় তিনি দীর্ঘ ৬/৭ মাস জেলে ছিল। বর্তমানে কোর্টে মাললাটি চলমান আছে।
আহত এসএসসি পরীক্ষার্থী মাকসুদা বলেন, স্কুলে আসা যাওয়ার সময় প্রায়ই আমার পথ রোধ করে আজে বাজে কথা বলতো ও কুপ্রস্তাব দিত। শুক্রবার সন্ধ্যার পূর্বে আমি স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ী যাওয়ার সময় আমাকে একা পেয়ে পথরোধ করে কুপ্রস্তাব দেয়। আমি তার প্রস্তাবে রাজি না হয়ে প্রতিবাদ করি। এ কারনে সে আমাকে একটি কাঠের লাট দিয়ে শরীরের বিভিন্নস্থানে এলোপাথারী পিটিয়েছে।
এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত লম্পট নিজাম উদ্দিন প্যাদার ব্যবহৃত মুঠোফোনে (০১৭৩৪৯৮৮২৬১) একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিখিল চন্দ্র বলেন, আহত মাকসুদার শরীরের বিভিন্ন্ স্থান ফুলে রয়েছে।
কড়াইবাড়িয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ খবির উদ্দিন (পনু) বলেন, ঘটনা শুনে আহত পরীক্ষার্থীকে হাসপাতালে এনে ভর্তি করি। বিষয়টি তাৎক্ষনিক তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানিয়েছি।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিঞা মুঠোফোনে বলেন, ঘটনার কথা শুনে তালতলী থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।
তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, এখনো কোন অভিযোগ পাইনি। ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম।