jahir
- ২২ জানুয়ারী, ২০২১ / ১০৬ জন দেখেছেন
কুলাউড়া উপজেলার ১নং বরমচাল ইউনিয়ন আশপাশের ইউনিয়নগুলো থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে।সমসাময়িক সুবিধা থেকে বঞ্চিত এলাকাবাসী।তাই এলাকার অন্যতম বিশিষ্ট সমাজসেবক,দানশীল ব্যক্তিত্ব ও আসন্ন বরমচাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল জামিল চৌধুরী(বাকু) নিজ অর্থায়নে এলাকাবাসীর জন্য রাস্তা-ঘাট,কালভার্ট করে দেন ও দরিদ্রদের খাদ্য-বস্ত্র বিতরন করেন।
কুলাউড়ার ১নং বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি নিজ ইউনিয়নকে মাদকমুক্ত,দারিদ্রমুক্ত,দুর্নীতিমুক্ত,সুযোগ-সুবিধা সম্পন্ন ইউনিয়ন করতে চান।এ বিষয়ে আব্দুল জামিল চৌধুরী একটি মতবিনিময় সভায় বলেন,”আপনারা যদি আমাকে নির্বাচিত করেন,ইনশাল্লাহ আমি বরমচালকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরিত করবো,বরমচালে গ্যাস সংযোগ স্থাপন করবো।এরকম যা যা উন্নয়নমূলক কাজ করার প্রয়োজন,সেসব কাজ করবো,সমাজসেবায় নিয়োজিত থাকবো।