সোমবার, ১২ এপ্রিল ২০২১, ০৮:৫০ পূর্বাহ্ন
মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের জাফরাবাদ মোড়ে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মো. আব্দুল আওয়ালের সুযোগ্য পুত্র উদীয়মান আওয়ামী লীগ নেতা মো. সাইফুল ইসলামের উদ্যোগে ও সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. জাকির হোসেন সাইফুল, আওয়ামী লীগ নেতা আবু সালেক, পল্লী চিকিৎসক মো. কবির হোসেন মেরসু, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আঙ্গুর মিয়া, দশকাহুনিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা মো. মালাচাঁন মিয়া সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।