সোমবার, ১২ এপ্রিল ২০২১, ০৯:৪৭ পূর্বাহ্ন
মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজারে মিডনাইট হোটেল এন্ড ফাস্টফুড রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় কুলিয়ারচর পৌর শহরে ছইদ মিয়া মার্কেটের ২য় তলায় সুন্দর ও মনোরম পরিবেশে ব্যতিক্রম ডেকোরেশনে রুচিশীল ও মানসম্মত খাবার পরিবেশনের অঙ্গীকার নিয়ে এক দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে মিডনাইট হোটেল এন্ড ফাস্টফুড রেস্টুরেন্ট। এ সময় মিডনাইট হোটেল এন্ড ফাস্টফুড রেস্টুরেন্টের সার্বিক মঙ্গল কমনায় দোয়া পড়ান কুলিয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদের শিক্ষক মুফতি মাওলানা নাছির উদ্দিন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্ব গাইলকাটা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আসাদুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী শহিদ উদ্দিন বাবুল, আবু সাঈদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম মুছা, সাকিব হাসান পাভেল, মো. রাসেল মিয়া, কুলিয়ারচর কেন্দ্রীয় মাদ্রাসার শিক্ষার্থী, ব্যবসায়ী ও সংবাদিকবৃন্দ। মিডনাইট হোটেল এন্ড ফাস্টফুড রেস্টুরেন্টের প্রোপাইটর মো. রাসেল মিয়া বলেন, মনোরম পরিবেশ ও উন্নত ডেকোরেশনের পাশাপাশি সর্বদা মানসম্মত রুচিশীল খাবার পরিবেশনই আমাদের অঙ্গীকার। আমার এখানে বিয়ে থেকে শুরু করে সব ধরনের অনুষ্টানে আলোচনা সাপেক্ষে যত্ন সহকারে খাবার ডেলিভারী করো।