শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৩:৪৩ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি : তারিখ-০১.১১.১৯ইং
কুড়িগ্রামরে নাগেশ্বরীতে বিরল প্রজাতির একটি বনরুই উদ্ধার করেছে কচাকাটা থানা পুলিশ। ধারনা করা হচ্ছে, পার্শ্ববর্তী ভারত থেকে কেউ এটি ধরে বিক্রির জন্য এনে থাকতে পারে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামের একটি ধানক্ষেত থেকে তা উদ্ধার করা হয়। পরে শুক্রবার বিকেলে বনরুইটিকে জেলা বনবিভাগে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামে অভিযান চালান হয়। একদল চোরাকারবারীর সদস্য ওই প্রাণীটিকে বস্তা বন্দি করে নিয়ে যাচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তাবন্দি অবস্থায় পাশের ধানক্ষেতে এটিকে দ্রুত ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে প্রাণীটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর শুক্রবার বিকেল ৫টায় বনবিভাগের কাছে তা হস্তান্তর করা হয়। এব্যাপারে নাগেশ্বরী উপজেলা বন কর্মকর্তা সাদিকুর রহমান শাহীন জানান, বনরুইটি রংপুর বিভাগীয় বনকর্মকর্তার কার্যালয়ে শনিবার পাঠানো হবে।