মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১১:২৬ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন,কুড়িগ্রাম প্রতিনিধি :তারিখ- ১৫.১২.১৯ইং
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে কপিল উদ্দিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের পুর্ব বালারহাট গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র কপিল উদ্দিন আগুনে দগ্ধ হলে উন্নত চিকিৎসার জন্য নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথিমধ্যেই তার মৃত্যু হয়। এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা যায়, শনিবার রাত আটটার দিকে মোসলেম উদ্দিনের পুত্র কপিল উদ্দিন তার বাড়ীর আঙ্গিনায় শীত নিবারনে আগুন পোহাতে বসে। এসময় আকস্মিকভাবে তার পরনের লুঙ্গিতে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কপিলের কোমড় থেকে নিচ পর্যন্ত সে মারাতœক দগ্ধ হয়। পরে রাস্তার করুণ দশা হওয়ায় তাকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো সম্ভব হয়নি। রোববার সকালে নদী পার হয়ে শিশুটিকে নাগেশ্বরী উপজেলা সদরে স্বাস্থ কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেন।